সুখবর, প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক পদে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষক পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ ২৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।http://dpe.teletalk.com.bd/
৭ হাজার পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতনক্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিচে উল্লিখিত নিদেশনা/শর্ত অনুযায়ী দরখান্ত আহবান করা যাচ্ছে।
প্রাথমিক শিক্ষক নিয়ােগের তৃতীয় ধাপ খুব শীগ্রই সংগঠিত হবে। এই ধাপে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নভেম্বর ২০২২ এর প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ডিপিই। অক্টোবরেও কিছু জায়গায় ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা থাকায় অক্টোবর মাসে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। কিন্তু নভেম্বরের ১ম সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়ােগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
সারা বাংলাদেশে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩টি ধাপে নেওয়া হচ্ছে। ফলে সকল ধাপের চূড়ান্ত ফলাফল একসঙ্গে প্রকাশিত হবে। তাছাড়া বর্তমানে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সেপ্টেম্বরের প্রথম ২ সপ্তাহ পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবং ওই মাসের শেষে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ’সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ােগ বিধিমালা ২০১৯’ অনুসরণ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়ােগপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
নির্বাচনী পরীক্ষার প্রয়ােজনীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। প্রার্থীদেরকে দালাল বা প্রতারক চক্রের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরােধ করেছে কর্তৃপক্ষ। সর্বপরি মেধা ও যােগ্যতার মূল ভিত্তিতেই সবার চাকরিতে নিয়োগ প্রদান করা হবে। অর্থের বিনিময়ে কেউ চাকরি দেওয়ার প্রলােভন দেখালে তার বিরুদ্ধে থানায় সােপর্দ করা অথবা গােয়েন্দা সংস্থাকে জানানাের জন্য অনুরােধ করা হয়েছে। নিচে সহকারী শিক্ষক নিয়োগের পুরো বিস্তারিত জানতে দেওয়া হল-
নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে
- ১০ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিট হতে
- ২৪ মার্চ ২০২৩ ইং তারিখ ১১.৫৯ মিনিট পর্যন্ত।
তাই আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করতে আগ্রহী হন দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন।